দিনাজপুরে বিশিষ্টজনদের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগের বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ ) বাদ আসর শহরের মার্টিন চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনিত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ মেহরাব আলী ও শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন প্রমূখ।
ইফতার মাহফিলে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব হাফিজুর রহমান সরকার, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা সহিদুল ইসলাম খোকন, জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম, সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিভার্সিটির শিক্ষক , আলেম-ওলামা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মুনাজাত করা হয়।
৩২ Views