মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ জন

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ জন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা):  প্রশাসনে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ জন উপ-সচিব।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা তাদের যোগদানপত্র ই-মেইলে পাঠাতে পারবেন। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

এছাড়াও পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

১৬ Views
CATEGORIES

COMMENTS