বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের ছুটি শেষে দিনাজপুরে হিলি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু

ঈদের ছুটি শেষে দিনাজপুরে হিলি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (দিনাজপুর): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিন বন্ধ থাকার পর জেলায় আজ হিলি স্থলবন্দরের আমদানিরপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে

আজ রোববার দুপুর দুটায় দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানিরফতানিকারক এসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর সাপ্তাহিক ছুটিসহ টানা দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানিরপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ রোববার বেলা সাড়ে  ১১ টা থেকে পুনরায় আমদানিরপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে দিন আমদানিরপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, টাকা দিন বন্ধের পর আজ রোববার বেলা সাড়ে ১১ টা থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানিরপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিকভাবে চলছে বন্দরের সকল কার্যক্রম। স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে

২৫ Views
CATEGORIES

COMMENTS