বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আল্লাহর দ্বীন কায়েম ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় : জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক

আল্লাহর দ্বীন কায়েম ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় : জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক

স্টাফ রিপোর্টার :  দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী ড. মুহাদ্দিস এনামুল হক বলেছেন, শহীদ নেতৃবৃন্দের কুরবানীর বিনিময়ে অর্জিত স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে। জুলাই শহীদদের ত্যাগের বিনিময়ে দ্বীন কায়েমের যে সুযোগ সৃষ্টি হয়েছে সে সুযোগকে কাজে লাগাতে হবে। কারণ আল্লাহর দ্বীন কায়েম ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলার ৬নং ইউনিয়ন ওলামা, যুব ও শ্রমিক বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৬ এপ্রিল ২০২৫) বেলা ১১ টায় সৈয়দপুর সিকদারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী আউলিয়াপুর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মকসেদুল ইসলামের সভাপতিত্বে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টু, দিনাজপুর দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মাইনুল আলম, দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মেহরাব আলী, দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সারেহীন ও দিনাজপুর সদর উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহব্বতপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা মোঃ আনোয়ার হোসেন ও ক্বারী হাবিবুল্লাহ বেলালী প্রমূখ। ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে প্রায় দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৩১ Views
CATEGORIES