বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আইএলও ও ইউএনডিপি’র মধ্যে লেটার অব ইনটেন্ট সই

বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আইএলও ও ইউএনডিপি’র মধ্যে লেটার অব ইনটেন্ট সই

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বুধবার একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) সই করেছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তুয়োমো পোতিয়াইনেন এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্তেফান লিলার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই এলওআই-তে সই করেন। অনুষ্ঠানটি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

এই এলওআই এর মাধ্যমে সরবরাহ শৃঙ্খলকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ কাজের চালিকা শক্তি হিসেবে স্বীকৃতি দেয়া হবে। আন্তর্জাতিক শ্রম মানদণ্ড অনুযায়ী ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ, দায়িত্বশীল ব্যবসায়িক নীতিমালা এবং সরবরাহ শৃঙ্খলে মূল্য সংযোজনকে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে সমর্থন করবে। নীতিগত সামঞ্জস্যতা বৃদ্ধি করবে এবং জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততা জোরদার করবে যাতে সরবরাহ শৃঙ্খলে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত হয় আন্তর্জাতিক শ্রম মান এবং পরিবেশ, সামাজিক ও শাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে।

এলওআই এর আওতায় বিডা, বাণিজ্য মন্ত্রণালয়, আইএলও এবং ইউএনডিপি ‘অংশীদার’ হিসেবে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য একটি বাণিজ্য ও বিনিয়োগ ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মত হয়েছে।

তারা সরকারি ও বেসরকারি অংশীজনদের মধ্যে জ্ঞান বিনিময় এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘কমিউনিটিজ অফ প্র্যাকটিস’ গড়ে তুলবে।

তারা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য বাণিজ্য, বিনিয়োগ এবং সুশাসন নীতিমালার সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করবে।
তারা সরবরাহ শৃঙ্খলে মূল্য সংযোজন, আনুষ্ঠানিক অর্থনীতিতে রূপান্তর এবং মর্যাদাপূর্ণ কাজের জন্য নীতিমালা ও পদক্ষেপ প্রচার করবে।

এলওআই সরকারিও বেসরকারি খাতের মধ্যে সংযোগ স্থাপন করবে, যাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য একটি কার্যকর বাণিজ্য ও বিনিয়োগ ইকোসিস্টেম গড়ে ওঠে।

এটি বাংলাদেশকে দায়িত্বশীল বিনিয়োগের গন্তব্য হিসেবে প্রচারের লক্ষ্যে ফোরাম আয়োজন করবে। অংশীদাররা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, সামাজিক দায়বদ্ধতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং ইএসজি ভিত্তিক জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক চিন্তাবিদদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেবে।

এটি ব্যবসা নিবন্ধন, নিয়মনীতি মানা এবং সেবায় প্রবেশাধিকার সহজ করবে, যা উদ্যোগের আনুষ্ঠানিকীকরণ ও সরবরাহ শৃঙ্খলে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও দায়িত্বশীল ব্যবসার বাস্তবায়ন ত্বরান্বিত করবে।

এটি সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন মোকাবেলায় এবং উৎপাদনশীলতা, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও ইএসজি’র উন্নয়নে আন্তর্জাতিক শ্রম মান ও সর্বোত্তম অনুশীলনের সঙ্গে সামঞ্জস্য রেখে থিমেটিক ও খাতভিত্তিক ওয়ার্কিং গ্রুপ গঠন করবে।

এলওআই এর আওতায় বিডা ও বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বছর একটি ফোরাম আয়োজন এবং ওয়ার্কিং গ্রুপগুলোর জন্য সুবিধাদি প্রদান করবে।

আইএলও ও ইউএনডিপি একটি অনলাইন পোর্টাল তৈরিতে সহায়তা করবে, যা বিডার মাধ্যমে আয়োজন করা হবে। এই পোর্টালে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, মানব উন্নয়ন ভিত্তিক ট্রেড ও ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, আন্তর্জাতিক শ্রম মান এবং ইএসজি ভিত্তিক ভালো ব্যবসা চর্চা তুলে ধরা হবে।

২৪ Views
CATEGORIES

COMMENTS