শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

৫৭ রান দূরে তামিম

৫৭ রান দূরে তামিম

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এজন্য ৫৭ রান দরকার তামিমের।
আগামীকাল থেকে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। এই সিরিজে ৫৭ রান করতে পারলেই, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৮ হাজার রান পূর্ণ হবে তামিমের।
বর্তমানে ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ-সেঞ্চুরিতে ৭৯৪৩ রান করেছেন তামিম। ব্যাটিং গড়- ৩৬.৯৪।
২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬৬৯৭ রান করেছেন তিনি।

১৩৩ Views
CATEGORIES

COMMENTS