শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থীদের সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

বিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থীদের সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষার্থীদের সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
১৮ মে বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটরিয়ামের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন সাবেক গুনী শিক্ষক নিরঞ্জন কুমার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও পজিটিভ বিডি নিউজের সম্পাদক মোরশেদ মানিক।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন বিরামপুর সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মাসুদুর রহমান মন্ডল, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার মন্ডল, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশীদ, জোতবিষু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রেবা, আর্দশ হাইস্কুলের সহকারি শিক্ষক মেজবাইল হক।
১৯ মে বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হবে, আয়োজকদের পক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম জানিয়েছেন।

১১৭ Views
CATEGORIES

COMMENTS