নবাবগঞ্জের এমপি পরিবারকে নিয়ে ষড়যন্ত্রের জাল; ফুসে উঠেছে সাধারণ মানুষ : চলছে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ


স্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক ও তার জ্যাঠো দেলোয়ার হোসেন এর তিলে তিলে গড়া স্বপ্নপুরী’ পিকনিক স্পট নিয়ে শুরু হয়েছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা প্রতিদিন পালন করছে বিভিন্ন কর্মসূচি! প্রকাশ, সংসদ সদস্য শিবলী সাদিক ও তার জ্যাঠো বিশিষ্ট রাজনীতিবিদ ধর্মভিরু স্বপ্নপুরী সত্বাধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন তাদের পৈত্রিক সম্পত্তিতে অজপাড়া গায়ে গড়ে তুলেছেন মন মুগ্ধকর পিকনিক স্পট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসুরা আসছে এই পিকনিক স্পটে। এই প্রতিষ্ঠানে যাদের হাতের ছোঁয়ায় শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্ট করা মানুষগুলো যখন অন্যের সন্ধানে লাঘবের পথে! আশ্রয়হীন মানুষ গুলো যখন একটি ঠিকানায় কর্মসংস্থানের পথ খুঁজে পেয়ে জীবন জীবিকা নির্বাহ করছে । হঠাৎ করে স্বপ্নপুরী কে নিয়ে এ সময় অসৎ উদ্দেশ্যে নিন্দুকের নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন। চোখে যেন তাদের ভালো কিছু সয়না!! ভালো প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করতে হবে এটাই যেন তাদের নিত্যদিনের রুটিনের কাজ। যে অযো পাড়া গ্রামটি এখন শহরের পথে, যাদের হাতের ছোঁয়ায় কর্ম প্রতিষ্ঠান কর্ম রতরা জীবিকা নির্বাহ করছে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দে জীবন যাপন করছে। চোখ পড়েছে অন্ধ বিবেক হীনদের ভালো কিছু করা যেন তাদের সহ্য হয় না? নবাবগঞ্জের স্বপ্নপুরীর পিকনিক স্পটটি বাংলাদেশের মানুষ এখন এক নামে চিনে। উত্তর অঞ্চলে অবস্থিত ভ্রমণ পিপাসুদের পর্যটন শিল্প চলমান নবাবগঞ্জ উপজেলার কুচদাহ ইউনিয়নের অজপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবার আফতাব পরিবারের বড় সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ দেলোয়ার হোসেন, ছোট সন্তান মুস্তাফিজুর রহমান( ফিজু পাগলার) আবির্ভাব সেই পরিবারে! রাজনৈতিক রূপান্তরিত- রাস্তাঘাট ব্রিজ কালভার্টের অভূতপূর্ব উন্নয়ন চেনার উপায় নেই সেই অজপাড়া গ্রামটি এটি এখন শহরের রূপান্তরিত হয়েছে!!একটি ইউনিয়নের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান অতঃপর বৃহৎ দিনাজপুর ৬- নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য, আবাল বৃদ্ধ বণিতা যাকে যেখানে দেখা পেতে অহংকার হীন মানুষটি বুকে জড়িয়ে নিয়ে বলতে (গ্রাম্য ভাষায় মুই ফিজু পাগলা চলো মোর সাথে ) পরোপকারী মানুষগুলোকে যখন অপবাদ দেওয়া হয়, ভূমিদস্যু হিসাবে? বিবেকহীন মানুষগুলোর সমালোচনায় কর্ণপাত করে না কোন বিবেকবান মানুষ! দিনাজপুর ৬- নির্বাচনী এলাকাটি বিশাল জনবসতি এলাকা এই এলাকায় পর্যটন শিল্পের প্রসার ঘটাতে নিজ উদ্যোগে তৈরি করেছেন ব্যক্তিত্ববান মানুষ দেলোয়ার হোসেন ও তার ছোট ভাই প্রায়তো সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজু মহোদয়ের অসমাপ্ত কাজগুলো দেখভাল করছেন তার এই উত্তরসূরী বর্তমান জনবান্ধব সাংসদ শিবলী সাদিক তার পরিবারকে নিয়ে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র? ষড়যন্ত্রের মেঘ কেটে যাবে সঠিক সময় ষড়যন্ত্রকারীদের এ সমাজে মুখোশ উন্মোচন হবে প্রত্যাশা সুধীমহলের। গত কয়েকদিন পূর্বে স্বপ্নপুরী স্বত্বাধিকারী কে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ও এমপি শিবলী সাদিকের নামে নাম সর্বস্ব ব্যক্তিরা সম্মেলন করে এ ব্যাপারে, প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্বপ্নপুরী স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন!!
১৯৩ Views